খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারা ফটকে আইনজীবী

  13-02-2018 01:10PM


পিএনএস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে নাজিমুদ্দিন রোডের পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে জেলগেটে গেছেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

মঙ্গলবার বেলা ১২টার দিকে তিনি কারা ফটকে হাজির হন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার বকশীবাজারের বিশেষ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

এরপর থেকেই বিএনপি নেত্রীকে আদালতের পাশে নাজিমউদ্দিন রোডের লালদালানখ্যাত ২২৮ বছরের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
সেখানে প্রথম তিনদিন পুরনো কারাগারের সিনিয়র জেল সুপারের পরিত্যক্ত কক্ষে সাধারণ কয়েদি হিসেবে রাখা হয় খালেদা জিয়াকে। পরে শনিবার রাতে তাকে মহিলা ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়।

সেখানে আদালতের নির্দেশে খালেদা জিয়াকে ডিভিশন-১ প্রাপ্ত বন্দি হিসেবে রয়েছেন। তার সঙ্গে ব্যক্তিগত গৃহকর্মী ফাতেমাও রয়েছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন