জাহালমের ঘটনায় দায় স্বীকার করে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে দুদক

  11-07-2019 03:25PM


পিএনএস ডেস্ক: বিনা দোষে ৩৩ মামলায় জেল খাটা জাহালমের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিষয় মামলার পাবলিক প্রসিকিউটরসহ (পিপি) সব পক্ষের মধ্যে সমন্বয়হীনতা ছিল বলে হাইকোর্টে দাখিল করা দুদকের তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় দায় স্বীকার করে জড়িতদের শাস্তি চায় বলে জানিয়েছে দুদক।

আজ বৃহস্পতিবার জাহালমের বিষয়ে ২৩ পৃষ্ঠার এ প্রতিবেদনে হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে দাখিল করা হয়।

গত ২৭ জুন এক আদেশে জাহালমের ঘটনায় দুদকের দায় আছে কি না, তা নির্ণয় করে গঠিত কমিটিকে আজ আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন আদালত।

টাঙ্গাইল জেলার নাগরপুরের ডুমুরিয়া গ্রামের জাহালম ‘ভুল আসামি’ হয়ে বিনা দোষে তিন বছর জেল খাটার ঘটনায় প্রকাশিত এক প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাসগুপ্ত। ওই প্রতিবেদনটি আদালতে উপস্থাপনের পর স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ আদেশে দেন হাইকোর্ট। এরপর জাহালমকে ২৬ মামলায় জামিন দেন হাইকোর্ট।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন