বিএনপির এমপি হারুনের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

  30-10-2019 11:00AM


পিএনএস ডেস্ক: শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়ি বিক্রির অভিযোগে দুদকের মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপির সংসদ সদস্য (এমপি) হারুন অর রশীদকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

আজ বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ নো অর্ডার আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। হারুনের পক্ষে ছিলেন-আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকন।

আপিল বিভাগে জামিন বহাল থাকায় এখন তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার বিচারপতি মো. শওকত হোসেনের একক বেঞ্চ তাকে জামিন দেন। পরে দুদক এ জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে। তবে আজ আপিল বিভাগ সে জামিন বহাল রাখেন।

গত ২১ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম শুল্কফাঁকির অভিযোগে দুদকের মামলায় তাকে ৫ বছরের দণ্ড দেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন