ভালবাসা দিবস : চট্টগ্রামে নিরাপত্তা জোরদার

  14-02-2018 05:05AM

পিএনএস ডেস্ক:যেকোনও ধরনের বিশৃঙ্খলা এড়াতে ভালবাসা দিবস ঘিরে বন্দরনগরী চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালবাসা দিবস। শুধুমাত্র প্রেমিক যুগল নয়, দিনটিতে পরিবারের সদস্যদের নিয়েও অনেকে একটু বিনোদনের খুঁজে বের হন। একটু সুন্দর সময় কাটাতে চান।

ভালবাসা দিবসকে নিয়ে এতসব জল্পনা কল্পনা যেন নির্বিঘ্নে পালিত হয় এজন্য নগরীর বিনোদন কেন্দ্র ও অভিজাত হোটেলগুলোতে থাকবে পুলিশের বিশেষ নজরদারি।

এদিন সকাল ১১টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বিনোদন কেন্দ্রগুলোতে পোশাকের পাশাপাশি সাদা পোশাকে বিশেষ ডিউটি পালন করবে নগর পুলিশ।

জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিশেষ নজরদারিতে থাকবে নগরীর ফিড়িঙ্গি বাজারস্থ ব্রিজ ঘাট, ডিসি হিল প্রাঙ্গণ, সিআরবি সিরিজ তলা, স্বাধীনতা পার্ক, দক্ষিণ কাট্টলী সমুদ্র সৈকত, ফয়েজ লেক, সি-বিচ, নেভাল বিচ ও পারকির চর সহ নগরীর অভিজাত হোটেলগুলো।

এ বিষয়ে বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.হারুন অর রশিদ হাজারী ব্রেকিংনিউজকে জানান, শুধুমাত্র ভালবাসা দিবসে নয়, পুলিশ সব সময় চায় সাধারণ মানুষ যেন কোনও ধরনের হয়রানি ছাড়াই ইচ্ছে মত ঘুরে বেড়াতে পারে। আর তাই এ কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি আমরা।

মূলত, এ সকল বিশেষ দিনগুলোতে বিনোদন কেন্দ্রে দর্শনার্থীরা একটু বেশি ভিড় জমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাই নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো থাকবে পুলিশের কড়া নজরদারিতে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন