ঈদের তিনদিন আগে থেকে ভারি যান চলাচল বন্ধ রাখা হবে: ওবায়দুল কাদের

  19-05-2018 03:02PM


পিএনএস ডেস্ক: ঈদের আগের তিনদিন মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ঈদে ঘরমুখী মানুষ যাতে ভালোভাবে বাড়ি ফিরতে পারে সেজন্য এসব ভারি যান চলাচল বন্ধ রাখা হবে।

আজ শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে সুত্রাপুর সাসেস এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, যানজট নিরসন ও ভোগান্তি কমাতে পুলিশ, সড়ক ও জনপথ এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, রাস্তাকে চলাচল এবং ব্যবহার উপযোগী রাখতে হবে। বর্ষাকালে বৃষ্টি হবে তবে বৃষ্টিকে অজুহাত করে রাস্তার মেরামত কাজ সঠিকভাবে হবে না এটা আমি শুনব না।

তিনি বলেন, ঈদ সামনে রেখে ৮ জুনের মধ্যে সব রাস্তার মেরামত কাজ শেষ করতে হবে। ঘরমুখো মানুষের নিরাপত্তা বিধানে মহাসড়কে ৮০০-৯০০ হাইওয়ে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

সভায় মহাসড়ক দিয়ে চলাচল স্বাভাবিক করতে কর্মকর্তাদের দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় স্থানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন