প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

  10-06-2018 03:37PM


পিএনএস ডেস্ক: কানাডায় জি-সেভেনের আউটরিচ সম্মেলনস্থলে শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যস্ত দিন পার করছেন। সম্মেলনস্থলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছালে তাকে স্বাগত জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

দুপুর ১২টার দিকে কানাডার কুইবেকের লা মালবের লে মানোর রিশেলো হোটেলে পৌঁছালে ট্রুডো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

গতকাল ৯ জুন শুরু হওয়া কানাডার কুইবেকে লা মানোয়া রিশেলো হোটেলে আউটরিচ অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভাষণে রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে জি-৭ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আজ প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ারও কথা রয়েছে।

সম্মেলন শেষে মঙ্গলবার প্রধানমন্ত্রীর দুবাই হয়ে দেশে ফেরার কথা রয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন