রুশ উপ-প্রধানমন্ত্রী শুক্রবার ঢাকায় আসছেন

  12-07-2018 11:47AM


পিএনএস ডেস্ক: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের জন্য শুক্রবার (১৩ জুলাই) ঢাকায় আসছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি ইভানভিচ বরিসভ।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রুশ উপ-প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রে জানয়েছে, বাংলাদেশে ২৪ ঘণ্টার কম সময় অবস্থান করবেন বোরিসভ। সফরকালে শনিবার বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসভর হেলিকপ্টারে পাবনার রূপপুরে যাওয়ার কথা রয়েছে।

গত মঙ্গলবার পররাষ্ট্রসচিব এম শহীদুল হক বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সম্পর্ক উত্তরোত্তর বাড়তে থাকবে বলে তারা অত্যন্ত আশাবাদী। ভবিষ্যতে এই সম্পর্কের অবনতির কোনো প্রশ্নই ওঠে না।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন