যুক্তরাষ্ট্র অনিয়ম মুক্ত সিটি নির্বাচন দেখতে চায়

  14-07-2018 02:26PM


পিএনএস ডেস্ক: আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে যতোটা সম্ভব অনিয়ম মুক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট।

এ বিষয়ে সরকারের অবস্থানও জানতে চেয়েছে ওয়াশিংটন বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া।

শনিবার (১৪ জুলাই) সেতুভবনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাতে এ অবস্থান জানতে চান বলে জানিয়েছেন মন্ত্রী।

বার্নিকাট বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা তারা বলবে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচন ভালোভাবে হোক।

ওবায়দুল কাদের আরও বলেন গাজীপুরের নির্বাচনে কিছু অনিয়ম হয়েছে বলে তারা বলেছেন, খুলনা সম্পর্কেও মন্তব্য করেছেন। যাতে সামনের নির্বাচনগুলোতে যতটা সম্ভব অনিয়ম মুক্ত করার জন্য তারা সরকারের অবস্থান জানতে চেয়েছেন। সরকার বরাবর একই অবস্থানে আছে, অনিয়ম যেখানে, সেখানে নির্বাচন কমিশন অলরেডি ব্যবস্থা নিয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন