তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ৩ মাদক বিক্রেতা নিহত

  21-07-2018 01:37PM


পিএনএস ডেস্ক: দেশের তিন জেলা কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চার র্যাব ও তিন পুলিশ সদস্য।

শুক্রবার (২০ জুলাই) দিবাগত রাতে এ ‘বন্দুকযুদ্ধ’র ঘটনা ঘটে।

তিন জেলা প্রতিবেদকের পাঠানো খবর থেকে সংবাদটি পরিবেশন করা হলো:

কুষ্টিয়া: কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শামসুদ্দিন শ্যাম (৩৮) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

এ সময় ঘটনাস্থল থেকে ৫শ’ পিস ইয়াবা, একটি ওয়ান শুট্যারগান, দুই রাউন্ড গুলি, দু’টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (২১ জুলাই) দিনগত মধ্যরাত ৩টার দিকে উপজেলার বাঁকাপুলের কাছে এ ‘বন্দুকযুদ্ধ’র ঘটনা ঘটে।

নিহত শ্যাম ভেড়ামারা ক্ষেমিরদিয়াড় এলাকার মৃত তোবারক মিয়ার ছেলে।

তার বিরুদ্ধে ভেড়ামারা থানায় আটটি মাদকের মামলা রয়েছে বলে পুলিশ দাবি করেছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, শুক্রবার রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুরে মাদকবিরোধী অভিযানের সময় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক বিক্রেতা নিহত হয়েছেন। এ সময় র্যাবের চার সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে। তবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প কমান্ডার সাঈদ অাবদুল্লাহ আল মুরাদ এতথ্য নিশ্চিত করেন।

অপরদিকে, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বান্নিরঘাট এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রহিম (৪৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

আব্দুর রহিম পার্বতীপুর শহরের পুরাতন বাজার রেলগেট এলাকার মৃত গোলাম নবীর ছেলে।

ঘটনাস্থল থেকে ১শ’ পিস ইয়াবা, ৫০ বোতল ফেনসিডিল, একটি শ্যুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান এতথ্য নিশ্চিত করে জানান, নিহত আব্দুর রহিমের বিরুদ্ধে হত্যা, মাদকসহ বিভিন্ন অপরাধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন