সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  17-10-2018 12:54AM

পিএনএস ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরালো করার পাশাপাশি রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক খাতে সহযোগিতা বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় জোরদারকরণ, বাংলাদেশের পর্যটন সম্ভাবনা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু এ খাতে সঠিক মার্কেটিংয়ের অভাবে বাংলাদেশ খুব বেশি বিদেশি পর্যটক আকৃষ্ট করতে পারছে না। বাংলাদেশে মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতিসহ বৌদ্ধধর্মের প্রচুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। এগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে চীন, জাপান, শ্রীলংকা, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, মিয়ানমার প্রভৃতি দেশ থেকে প্রচুর বিদেশি পর্যটক আকৃষ্ট করা সম্ভব।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র স্থিতিশীল, শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশে বিশ্বাসী এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সবধরনের সাহায্য ও সহযোগিতা প্রদান করে আসছে। বাংলাদেশ বিগত কয়েক বছরে প্রভূত অর্থনৈতিক অগ্রগতি সাধন করেছে। এর মধ্যে অন্যতম হলো কৃষিক্ষেত্রে বিপ্লব এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জন।

তিনি বলেন, বাংলাদেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিশ্বমানের এবং এ খাতে যথাযথ পৃষ্ঠপোষকতা প্রদান ও উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বাংলাদেশে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ থেকে প্রচুর বিদেশি পর্যটক আকৃষ্ট করা সম্ভব হবে।

বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে তার কর্মকালীন প্রয়োজনীয় সহযোগিতার জন্য এসময় মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন