সার্টিফায়েড কপি পেতে ইসিতে প্রার্থীদের বিক্ষোভ

  09-12-2018 03:59PM

পিএনএস ডেস্ক : রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেও যারা প্রার্থিতা ফেরত পাননি। তাদের অনেকেই প্রার্থিতা ফেরত পেতে উচ্চ আদালতের দারস্থ হবেন। তবে আদালতে আপিল করতে হলে ইসি থেকে দেয়া সার্টিফায়েড কপি জমা দিতে হবে।

কিন্তু শনিবার তিন দিনের আপিল শুনানি শেষ হলেও রোববার দুপুর পর্যন্ত অনেকেই প্রার্থিতা বাতিলের সেই কপি হাতে পাননি। আর এ জন্য আজ দুপুরের দিকে তারা নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেন।

সরেজমিনে দেখা যায়, রোববার সকাল থেকে আপিল না মঞ্জুরের সার্টিফায়েড কপি পেতে ইসিতে ভিড় জমায় অসংখ্য প্রার্থী। তবে দুপুর পর্যন্ত রায়ের কপি না পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেন তারা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন