মাদক নির্মূল করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী

  19-01-2019 01:17PM

পিএনএস ডেস্ক : মাদক নির্মূল করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গি দমনে আমরা সফল হয়েছি।মাদক নির্মূলেও আমাদের সফল হতে হবে।

শনিবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এছাড়া সুশাসন প্রতিষ্ঠায় কাওকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার উচ্চারণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এবার তিনি সুশাসনের প্রতি নজর রাখবেন। সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে যা যা প্রয়োজন, আমরা সবকিছুই করব। এতে কে অপরাধী হলো আর কে হলো না, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো, যে অপরাধ করবেন, তাকে অবশ্যই আইনের মোকাবিলা করতে হবে।

সম্প্রতি আইনশৃঙ্খলার অবনতির ঘটনায় আসাদুজ্জামান খান কামাল বলেন, এসব বিচ্ছিন্ন ঘটনা। জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে সরকার সাফল্য অর্জন করেছে। এছাড়া মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা মাদক থেকে সবসময় দূরে থাকবে। মাদকের 'ম' পর্যন্ত উচ্চারণ করবে না। তোমরা নিশ্চয়ই ঐশীর কথা মনে রেখেছো। মাদক কত ভয়াবহ হতে পারে!

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন