‘গ্রামে নাকি ডাক্তার নাই, আমরাই তো যেতে চাই’

  18-05-2019 04:06PM

পিএনএস ডেস্ক :সকল নন-ক্যাডার ডাক্তারদের ক্যাডার ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ৩৯তম বিশেষ বিসিএসে উত্তীর্ণরা।

শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা শ্লোগান দিতে থাকেন, ‘গ্রামে নাকি ডাক্তার নাই, আমরাই তো যেতে চাই’।

দেশের বেশিরভাগ হাসপাতালে চিকিৎসক সঙ্কট; তাই উত্তীর্ণ সকল প্রার্থীকে বিসিএস ক্যাডারে নিয়োগের দাবি করেন তারা। নতুন করে বিশেষ বিসিএসে পরীক্ষা না নিয়ে আগের উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দেয়ার আহ্বান জানানো হয়। ৮ হাজার ৩৬০ জনকে চিকিৎসা ক্যাডারভুক্তির মাধ্যমে নিয়োগ দিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জানান শিক্ষার্থীরা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন