কিটের পরীক্ষার খবর ‘সঠিকভাবে আসেনি’ : গণস্বাস্থ্য কেন্দ্র

  25-05-2020 07:52PM

পিএনএস ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্র তাদের ‘জি আর কোভিড-১৯ রেপিড ডট ব্লট’ কিটের পরীক্ষা শুরু করবে বলে যে খবর বিভিন্ন গণমাধ্যমে বেরিয়েছে, তা সঠিকভাবে উল্লেখ করা হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ সোমবার গণস্বাস্থ্য কেন্দ্রের ‘জি আর কোভিড ১৯ রেপিড ডট ব্লট কিট প্রকল্পের’ সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকারের পাঠানো এক বিবৃতিতে এমনটা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) অনুমোদিত ‘জি আর কোভিড-১৯ রেপিড ডট ব্লট’ কিটের আভ্যন্তরীণ গুণগত মান পরীক্ষার ক্লিনিকেল ট্রায়ালের অংশ হিসাবে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে কোভিড-১৯ এর লক্ষণ আছে এরকম ৫০ রোগীর কাছ থেকে বিএমআরসি অনুমোদিত নিয়মে, ‘আগে আসিলে আগে নেওয়া হবে’ ভিত্তিতে লালা এবং রক্ত উভয় বা যেকোনো একটি নমুনা সংগ্রহ করা হবে।

এই নমুনা সংগ্রহ গবেষণার অংশ, কোনো সেবা বা রোগ নির্ণয়ের অংশ নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন