করোনায় প্রাণ গেল শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতার

  30-05-2020 03:37PM

পিএনএস ডেস্ক: শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা:) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমামুল কবীর শান্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

শনিবার সকালে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের উপ-পরিচালক ‍মুজিবুর রহমান ডিলু গণমাধ্যমকে জানান, ‘ডায়াবেটিস ও নানা রোগে ভুগছিলেন শান্ত। সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার করোনা পজিটিভও ছিল।’

ইমামুল কবীর শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি ছাড়াও সুন্দরবন কুরিয়ার সার্ভিস, শান্তনিবাস, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন