তীব্র দাবদাহে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

  20-04-2024 09:53PM

পিএনএস ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামান্ত লাল সেন বলেছেন, ‘তীব্র দাবদাহে দেশ পুড়ছে। তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যাতে করে কেউ কোনো রোগে আক্রান্ত না হয়।’ তিনি বলেন, ‘হিটস্ট্রোক থেকে বাঁচতে ডাবের পানি, সালাইন ও তরল জাতীয় খাবার খেতে হবে।’

শনিবার দুপুরে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাাসন কেন্দ্র সিআরপিতে নার্সিং কলেজ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সাভারে কয়েক লাখ মানুষের বসবাস। তাই চিন্তা ভাবনা করা হচ্ছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুই’শ শয্যার করা যায় কি না।’ এসময় মন্ত্রী সিআরপির প্রতিবন্ধীদের সঙ্গে ভলিবল খেলায় অংশগ্রহণ করেন।

সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালোরি টেইলরসহ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, ঢাকার সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, সাভার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন