বিকল্পধারায় যোগ দিলেন বিএনপি নেতা ব্যারিস্টার ওমর ফারুক

  12-02-2018 06:03AM

পিএনএস ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারায় যোগ দিয়েছেন বিএনপি নেতা ও সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যারিস্টার ওমর ফারুক। তার বাড়ি নোয়াখালী জেলায়।

ব্যারিস্টার ওমর রোববার বিকালে বিকল্পধারার কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে নোয়াখালী জেলার শতাধিক নেতা-কর্মী নিয়ে অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী ও মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিকল্পধারায় যোগ দেন।

ব্যারিস্টার ওমর ফারুককে বিকল্পধারার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিযুক্ত করা হয়েছে। সুর্প্রীম কোর্টের আইনজীবী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইনের অধ্যাপক ওমর ফারুক ৯০-এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বি. চৌধুরী বলেন, দেশ পরিচালনায় বড় দুটি দল ব্যর্থ। তাই মানুষ বড় দুটি দলের বিকল্প চায়। আর তা হলো বিকল্পধারা বাংলাদেশ। দেশ ও জাতির জন্যই রাজনীতি করে বিকল্পধারা। ব্যরিস্টার ওমরের যোগদান বিকল্পধারাকে আরো এগিয়ে নেবে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন