‘অন্য কোনো মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানো হয়নি’

  13-02-2018 03:36PM


পিএনএস ডেস্ক: ‘জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা ছাড়া আর কোনো মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানো হয়নি’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার সচিবালয়ে তার নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় তিনি বিএনপির আন্দোলনে বাধা না দেওয়া ও খালেদা জিয়াকে পুরাতন কারাগারে রাখার প্রসঙ্গে কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, খালেদা জিয়াকে কোনো মামলাতেই শ্যোন অ্যারেস্ট দেখানো হয়নি। তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে বলে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, তা সত্য নয়।

তিনি আরো বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুধুমাত্র জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাগারে রয়েছেন। উনি আদালত কর্তৃক যে মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছেন সেই মামলাযতেই কারাবন্দী আছেন। এছাড়া অন্য কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। বা এ ধরণের কোনো কিছু আমলে আনা হয়নি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপসন বেগম খালেদা জিয়ার নামে যেসব মামলার ওয়ারেন্ট আছে সেসব মামলায় তাকে এখনো আটক দেখানো হয়নি বা দেখানো হবেও না। কয়েকদিন ধরে যেটা গণমাধ্যমে প্রচার হচ্ছে এটা ভুল ইনফরমেশন ছিল।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘তার (খালেদা জিয়া) নামে আরও দুটি মামলা রয়েছে, সেসব মামলায় তিনি যথাসময়ে আদালতে যাবেন। এখানে আমাদের করার কিছু নেই। আর দুটি মামলায় জামিনে আছেন। তার নামে যেসব মামলা আছে যেমন শাহবাগ থানার একটি ও বড় পুকুরিয়া কয়লা খনি মামলায় চলতি মাসের ১৮ তারিখে হাজিরা দিতে যাবেন।’

খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মামলায় পরোয়ানা রয়েছে সেগুলোতে তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেখুন আদালতই সিদ্ধান্ত নেবেন কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।’

খালেদা জিয়াকে রাখা হয়েছে পরিত্যক্ত কারাগারে যেখানে কোনো সুযোগ সুবিধা নেই। তার পায়ের সমস্যা অথচ তাকে দুই তলায় রাখা হয়েছে। কেন তাকে নতুন কারাগারে নেয়া হয়নি - এ প্রসঙ্গ তুলতেই মন্ত্রী বলেন, দেখুন এটা তার সামাজিক মর্যাদার বিবেচনায় করা হয়েছে। তাকে দীর্ঘপথ কাশিমপুর কিংবা কেরাণীগঞ্জ নিয়ে গেলে সেখান থেকে আনা নেওয়া সমস্যা তৈরি হবে। সেখানে অনেক বেশি কয়েদি থাকায় তার সমস্যা হবে। এজন্য তার সামাজিক মর্যাদা বিবেচনা করেই তাকে এখানে রাখা হয়েছে।’

বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে খালেদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত করতে সরকার চেষ্টা করছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার অতি উৎসাহী হয়ে কোনো কিছুই করছে না। বরং আদালত যেভাবে নির্দেশনা দেন আইনশৃঙ্খলা বাহিনী বা সরকার তার বাইরে যায়নি। আমরা শুধু আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করছি।’

বিএনপির পক্ষ থেকে মানববন্ধন করা হচ্ছে সেখানে বাধা দেয়া হচ্ছে না। সরকার কি তার আগের ভূমিকা থেকে অবস্থানগত পরিবর্তন করেছে কিনা - এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেখুন সরকার আগেও কখনো অতি উৎসাহিত হয়ে কিছু করেনি এখনও করছে না। তারা যে পর্যন্ত যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে এবং কোনো খারাপ পরিস্থিতির সৃষ্টি না করে ততক্ষণ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো অ্যঅকশন নেয়না।’

মন্ত্রী আরো বলেন, ‘আপনারা দেখেছেন পুলিশের কাছ থেকে রাইফেল ছিনিয়ে নিয়ে পুলিশকে মারা হয়েছে। প্রিজনভ্যান ভেঙ্গে আসামি ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা ভিডিও ফুটেজ দেখে যাদেরকে চিহ্নিত করতে পেরেছি তাদেরকে গ্রেপ্তার করেছি। তার বাইরে কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন