গ্রেফতার হতে পারে বিএনপির আড়াই লাখ নেতাকর্মী: রিজভী

  13-12-2018 01:57PM

পিএনএস ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণমাধ্যমে খবর বেরিয়েছে-আইজিপি সব ডিআইজি ও এসপিদের ঢাকায় তলব করেছেন আজ। বিএনপির আড়াই লাখ নেতাকর্মীর একটি তালিকা করেছে পুলিশ। ডিআইজি ও এসপিদের সঙ্গে বৈঠকের পর চিরুনি অভিযান চালিয়ে ওইসব নেতাকর্মীকে গ্রেফতার করে নির্বাচনী মাঠ ফাঁকা করা হবে।’

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সারা দেশে জনগণ এখন ঐক্যবদ্ধ। খালেদা জিয়াকে মুক্ত এবং আওয়ামী হানাদারদের কবল থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। এই অবৈধ সরকার আগামী নির্বাচনে নিশ্চিত ভরাডুবি আঁচ করতে পেরে হামলা ও গ্রেফতার বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, শত বাধা বিপত্তি-গ্রেফতার ও হামলা উপেক্ষা করে চারদিকে ধানের শীষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেটিকে থামিয়ে দিতেই পুলিশ এ অভিযানের পরিকল্পনা নিয়েছে।

রিজভী বলেন, তবে আমরা সব বাধা অতিক্রম করে নির্বাচনের দিন পর্যন্ত ভোটের লড়াই করে যাব।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন