সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দিল বাম জোট

  07-07-2019 02:30PM

পিএনএস ডেস্ক:গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রবিবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশব্যাপী আধাবেলা হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোট।

রবিবার দুপুরে পল্টন মো‌ড়ে হরতাল পালনের সময় গ্যাসের দাম কমাতে সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে এক ঘোষণায় বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মোশারফ হোসেন নান্নু বলেন, ‘আজ ৭ জুলাই। আগামী ৭ দিনের মধ্যে গ্যাসের দাম কমানো না হলে ১৪ জুলাই সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করা হবে।’

হরতার পরবর্তী কর্মসূচি ঘোষণায় তিনি আরও বলেন, ‘প্রেসক্লাবে সমাবেশ শেষে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও ও সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বাম গণতান্ত্রিক জোট। তাতেও যদি গ্যাসের দাম কমানো না হয় তবে ১৯ জুলাই ঢাকায় প্রতীকী সমাবেশ করে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

এদিকে হরতালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাময়িক জনদুর্ভোগ হলেও মানুষ জনস্বার্থে ডাকা এই হরতালকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছে।

হরতাল চলাকালে বাম জোটের অন্যতম নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সাংবাদিকদের বলেছেন, ‘রাজনৈতিকভাবে সরকার ভয়ভীতি দেখাচ্ছে। যার কারণে সাধারণ মানুষ রাস্তায় না এলেও যার যার অবস্থান থেকে তারা নৈতিকভাবে আমাদের সমর্থন জানাচ্ছে। আমরা আজকের এই হরতালের মধ্য দিয়ে সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানাচ্ছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, প্রয়োজনে আমরা আরও বড় আন্দোলনে যাবো।’

সাকি আরও বলেন, ‘আমাদের এই হরতালে সরকার বাধা দিচ্ছে। চাঁদপুর, ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় আমাদের নেতাকর্মীদের গ্রেফতার এবং পার্টি অফিসে তল্লাশি চালিয়েছে পুলিশ। এর মধ্য দিয়ে সরকার আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিচ্ছে। হরতালের সময় বাড়ার সঙ্গে আমরা আরও এ ধরনের খবর পাবো বলে আশঙ্কা প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘আমাদের আন্দোলন আদায় না হওয়া পর্যন্ত সভা-সমাবেশ, মিছিল করার পাশাপাশি প্রয়োজনে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করবো। আমরা সরকারের এই অনৈতিক সিদ্ধান্ত থেকে সড়ে আসতে বাধ্য করবো।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন