গোটা দেশ আজ ‘মৃত্যুপুরী’, জনগণ ভীত-সন্ত্রস্ত: রিজভী

  22-10-2019 07:03PM

পিএনএস ডেস্ক : আদালত থেকে মিথ্যা মামলায় হাজিরা শেষে বাড়ি ফেরার পথে নাটোর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য প্রবীণ নেতা শহিদুল ইসলাম বাচ্চুর ওপর আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘জনগণ আজ ভীত-সন্ত্রস্ত। দেশ আজ গভীর সংকটে নিপতিত। আওয়ামী মদদপুষ্ট সন্ত্রাসীরা গোটা দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে।’

মঙ্গলবার (২২ অক্টোবর) শহিদুল ইসলাম বাচ্চুর ওপর হামলার ঘটনায় এক বিবৃতিতে এসব কথা বলেন রিজভী।

বিবৃতিতে তিনি বলেন, ‘দেশবাসী এখন এক অত্যাচারী ও নিপীড়ক সরকারের বর্বর শাসনে অসহায় হয়ে পড়েছে। জনগণের নিকট জবাবদিহিতাহীন ভোটারবিহীন সরকারের প্রতিদিন প্রতিনিয়ত নিষ্ঠুর ও অমানবিক আচরণে দেশের মানুষ ভীত-সন্ত্রস্ত।’

রিজভী আহমেদ বলেন, ‘দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের টার্গেট করে হামলা চালাচ্ছে। আজ শহিদুল ইসলাম বাচ্চুর ওপর হামলা তারই নগ্ন ধারাবাহিকতা। ছাত্রলীগ-যুবলীগের বেপরোয়া এবং লাগামহীন পৈশাচিক দানবীয় কর্মকাণ্ডে এখন দেশবাসীর প্রতিটি মুহূর্ত গভীর শঙ্কায় অতিবাহিত হচ্ছে।’

তিনি বলেন, ‘বিনা ভোটের নির্বাচনে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে আইনশৃঙ্খলা বাহিনীসহ দলীয় সন্ত্রাসীদের কাজে লাগিয়ে সম্পূর্ণ পেশীশক্তির জোরে দেশ চালাতে ও রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে গিয়ে বর্তমান শাসকগোষ্ঠী বর্বর, হিংস্র ও সম্পূর্ণ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। তারা নিশ্চিত হয়ে গেছে যে, শাসনক্ষমতা পাকাপোক্ত করতে কিংবা ক্ষমতার সিংহাসনে আরোহণ করতে হলে জনগণের সমর্থন বা ভোটের প্রয়োজন নেই। বরং নিজেদের পছন্দমতো লোক দিয়ে সাজানো জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার এবং সন্ত্রাস সৃষ্টির মাধ্যমেই দেশের শাসনক্ষমতা সুদৃঢ় করা সম্ভব। সেটি নিশ্চিত হয়েই দেশ পরিচালনায় ভোটারবিহীন সরকারের বিকৃত কঠোরতা এবং ভয়ঙ্কর ও নির্মম আচরণ দেশকে গভীর সংকটে নিপতিত করেছে।’

রিজভী আওয়ামী সরকারের দুঃশাসন থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে বর্তমান গণবিরোধী সরকারের রোষানলে কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে দেশপ্রেমিক জনগণসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এসময় তিনি শহিদুল ইসলাম বাচ্চুর ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানোর পাশাপাশি হামলায় গুরুতর আহত বাচ্চুর আশু সুস্থতা কামনা করেন।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন