এমপি হওয়ায় আমাকে ক্যাসিনোকাণ্ডে জড়ানো হয়েছে: মেনন

  02-11-2019 03:56PM

পিএনএস ডেস্ক : ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনের এমপি হওয়ার কারণে তাকে ক্যাসিনোকাণ্ডে জড়ানো হয়েছে।

শনিবার (০২ অক্টোবর) সকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেসে এ কথা বলেন।

মেনন বলেন, বিগত ১০ বছরের উন্নয়ন সুবিধাবাদীরা কেড়ে নিয়েছে। ঢাকা ৮ আসনের এমপি হওয়ার কারণে আমাকে ক্যাসিনোকাণ্ডের সঙ্গে জড়ানো হয়েছে। আমাকে আজকে আর সততার পরীক্ষা দিতে হবে না, এর প্রয়োজন নেই। আমি সৎ ছিলাম, সৎ আছি।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের সময়ে যখন দেশে মৌলবাদ, জঙ্গিবাদের উত্থান ঘটেছিল, সেই বাস্তবতায় স্বাধীনতার সপক্ষের শক্তির সঙ্গে পার্টির ঐক্য গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে ১৪ দল ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে বিপুল ভোটে জয়লাভ করে। সেই বাস্তবতা এখনো শেষ হয়ে যায়নি। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার জন্য এখনো এই ঐক্যের প্রয়োজন আছে।

প্রধানমন্ত্রী যে দুর্নীতিবিরোধী অভিযান চালাচ্ছেন, ওয়ার্কার্স পার্টি তার পাশে আছে বলে জানান মেনন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ওয়ার্কার্স পার্টি লড়াই করবে। এই কংগ্রেস থেকে ফিরে গিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা পার্টিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে তুলবেন, এটাই এই কংগ্রেসের ডাক।

এবারের কংগ্রেসে ৫৮টি জেলা থেকে সাড়ে ৭০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন বলে ওয়ার্কার্স পার্টির নেতারা জানান।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন