সীমান্তে হত্যার নিন্দা বিএনপির

  24-01-2020 12:54PM


পিএনএস ডেস্ক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলি করে বাংলাদেশি হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে এমন ঘটনা বন্ধের দাবি জানিয়েছে বিএনপি।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ নিন্দা জানানো হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে স্কাইপে যুক্ত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মওদুদ আহমদ, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, গত কয়েক দিনে সীমান্তে একাধিক হত্যার ঘটনা ঘটেছে। বিএনপি এর নিন্দা জানিয়ে এ হত্যা বন্ধের দাবি জানিয়েছে।

এছাড়া স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন