'মানুষ সাধারণ চিকিৎসা পাচ্ছে না'

  31-03-2020 11:55PM

পিএনএস ডেস্ক: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আজ এক বিবৃতিতে বলেছেন, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যসেবা কর্মীরা করোনাবিরোধী যুদ্ধে ‘ফ্রন্টলাইনে’ যোদ্ধা। তাদের সুরক্ষা বিধানের ব্যবস্থা করে দেশের এই চিকিৎসা সংকট দূর করতে হবে।

বিবৃতিতে তিনি বলেন, করোনা সংক্রমণের কারণে মানুষ সাধারণ চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। প্রাইভেট, চেম্বার, ক্লিনিকও বন্ধ করা হচ্ছে বলে জানা যায়। এ অবস্থায় করোনার বাইরে অন্য সাধারণ ও জটিল রোগীরা বিপদগ্রস্ত হয়ে পড়েছে।

মেনন বলেন, অতীতে এ ধরনের দুর্যোগ মুহূর্তে বিএমএকে যে অগ্রণী ভূমিকা নিতে দেখা যেত তা এখন দেখা যাচ্ছে না।

বিবৃতিতে আরও বলা হয়, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের অবজ্ঞা করে স্বাস্থ্যসেবা যেমন চলতে পারবে না, তেমনি তাদের নিজেদের পেশার নৈতিক দায়িত্ব রয়েছে।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন