‘আমি রোনালদোর সত্যিকারের ভক্ত’

  22-06-2018 11:38AM

পিএনএস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো না লিওনেল মেসি সেরা- এ বিতর্কে যোগ দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ানও। তিনি পতুর্গাল তারকা রোনালদোর ভক্ত। বিশ্বকাপে রোনালদোর হ্যাটট্রিকেও মুগ্ধ বিশ্বের এ ক্ষমতাধর নেতা।

এরদোয়ান বলেন, আমি রোনালদোর সত্যিকারের ভক্ত। রোনালদো ও মেসির মধ্যে আমি রোনালদোর মধ্যেই বেশি স্বাতন্ত্র্য খুঁজে পাই। স্পেনের বিপক্ষে তার হ্যাটট্রিকটা বেশ গুরুত্বপূর্ণ ছিল। তার পারফর্মেন্স, চারিত্রিক বৈশিষ্ট্য, বিশ্বাস সর্বোপরি ফিলিস্তিনি ইস্যুতে তার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমি তাকে অভিনন্দন জানাই।

এ বছর বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি, স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল শুরুর ম্যাচেই হেরেছে কিংবা ড্র করেছে। এ বিষয়ে তিনি বলেন, 'আমি প্রথমে বলেছে জার্মানি এবারও বিশ্বকাপ জিতবে, এখন দেখছি এমনটা বলা ভুল হয়েছে। প্রথম ম্যাচেই তারা হেরেছে, তাই এটা তাদের জন্য আরও কঠিন হয়ে গেল। সব শক্তিশালী দলই হোঁচট খাচ্ছে। মেক্সিকো ভালো করেছে। তবে জানি না তারা এটা ধরে রাখতে পারবে কী না।' সূত্র: ডেইলি সাবাহ

পিএনএস/জে এ /

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন