পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

  14-04-2018 09:34PM

পিএনএস : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

আজ শনিবার বিকেলে পলাশবাড়ীর ড্রিমল্যান্ড এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মিঠাপুকুর উপজেলার আফসার (৭০), লালমনিহাট সদরের রাজ্জাকুল (৪০), খোদাগারী উপজেলার রায়হান (৩৫) ও তার স্ত্রী নাসিমা (২৫), মানিকগঞ্জের দৌলতপুরের আসমা বেগম (৩০), কাউনিয়ার সেলিনা বেগম (৩৫), মতিউর (৪০) বগুড়ার কাহালু উপজেলার সুজন কুমার (২৫) ও রাজশাহীর চারঘাটের হাসিবুর রহমানের (২৫) পরিচয় জানা গেছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান, আজ বিকেলে রাজশাহী থেকে রংপুরগামী রাজকীয় পরিবহনের একটি যাত্রীবাহী বাস পলাশবাড়ীর ড্রিমল্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হন।

ওসি আরও জানান, স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন