নবাবগঞ্জ জাতীয় উদ্যানে উন্নয়নের ছোয়া লাগেনি

  23-04-2018 04:55PM

পিএনএস, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : ঘোষনার প্রায় ৮ বছর অতিবাহিত হলেও উন্নয়নের কোন ছোয়া লাগেনি নবাবগঞ্জ জাতীয় উদ্যানে।

দিনাজপুর বন বিভাগের চরকাই রেঞ্জের আওতায় নবাবগঞ্জ বিটের প্রায় ১৩৮৫.৯১ একর সরকারী সংরক্ষিত বনাঞ্চলকে ২০১০ সালের ২৪ অক্টোবর জাতীয় উদ্যান হিসাবে ঘোষনা করা হয়েছে।

বিট কর্মকর্তা নিশিকান্ত মালাকার জানান জাতীয় উদ্যানের জন্য উন্নয়ন মূলক কোন কাজ আসে নাই বা হয় নাই। এই জাতীয় উদ্যান দেশের উত্তর বঙ্গে অবস্থিত এবং জাতীয় ভাবে নবাবগঞ্জ শালবন বিট এলাকা হিসাবে গুরুত্বপূর্ণ। এ বনের প্রধান বৃক্ষরাজি, বন্যপ্রাণী, প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন প্রকার উদ্ভিদ বিলুপ্ত প্রায় প্রজাতির গাছ-পালা, প্রাকৃতিক ভাবে সৃষ্ট আশুড়ার বিল পরিবেষ্টিত বর্ণিত এলাকায় পশু পাখির বিচরণ প্রতিনিয়ত লক্ষ্য করা যায়।

বর্তমানে বনাঞ্চল ও বনবাগান এলাকায় পশু পাখির বিচরণ ও বিদ্যমান গাছপালা জাতীয় উদ্যান সৃষ্টির মাধ্যমে সংরক্ষন সম্ভব হলে ভবিষ্যতে নবাবগঞ্জ সংরক্ষিত বনাঞ্চল একটি সফল জাতীয় উদ্যান হিসাবে যেমন পরিগণিত হবে তেমনি সেখানে কর্মসংস্থানেরও সৃষ্টি হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন