সুন্দরগঞ্জে ধান কাটা নিয়ে সংর্ঘষে আহত ৮, গ্রেফতার ১

  23-04-2018 09:53PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিরোধী জমির ধান কাটা নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

সোমবার সকালে উপজেলার পূর্ব শ্রীপুর কাজিরভিটা গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই গ্রামের তসলিম মিয়ার ছেলে আলম মিয়ার সাথে প্রতিবেশী নবীর হোসেনের ছেলে ছফির উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল । সোমবার বিরোধী জমিতে আলম মিয়ার রোপন করা ধান ছফির মিয়ার লোকজন কাটতে গেলে উভয়ের মধ্যে সংর্ঘষ বাধে।

এতে উভয় পক্ষের খালেদা আকতার, হাফিজার রহমান, আব্দুর রহিম, লাল মিয়া, শাহিনুর বেগম, আব্দুল খালেক, ছফির উদ্দিন ও সাব্বির হোসেন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ কবির মিয়ার ছেলে ফুল মিয়াকে গ্রেফতার করেছে। ওসি আতিয়ার রহমান জানান এ ঘটনা নিয়ে মামলার প্রস্তুতি চলছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন