চিরিরবন্দরে শিশু খাদ্য আইন ২০১৩ ও ২০১৭ বিধিমালা বিষয়ক সভা

  17-05-2018 10:04PM

পিএনএস, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্ততকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি আইন ২০১৩ ও এর বিধিমালা ২০১৭ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ মে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আজমল হক মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য বিষয়ে সচেতনতামূলক ও বিকল্প খাদ্য বাণিজ্যিকভাবে প্রস্ততকৃত সরঞ্জামাদি আইন ২০১৩ ও এর বিধিমালা ২০১৭ বিষয়ে উপস্থিতিগণকে অবহিত করান।

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নূর আলম সরকার দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আয়ুবুর রহমান শাহ,উপজেলা শিক্ষা অফিসার এম,জি,এম সারোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মঞ্জুরুল হক, সমবায় কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মঈনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, চিরিরবন্দর প্রেস ক্লাব সভাপতি মোঃ আকতার হোসেন, সাংবাদিক দেলোয়ার হোসেন বাদশা ও মোরশেদ-উল-আলম, চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র রায়, চিরিরবন্দর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ আকতারা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মর্তুজা আল মামুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল করিমসহ স্বাস্থ্য পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন