নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

  19-05-2018 10:30PM

পিএনএস, কিশোরগঞ্জ থেকে সংবাদদাতা : রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে শহরের গৌরাঙ্গবাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে নানা শ্রেণি পেশার লোকজন অংশ নেয়। সংগঠনের জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন জেলা পাবলিক লাইব্রেরির সম্পাদক এ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন, জেলা পরিষদের সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি, অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রমজান মাসকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে অনেক পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। বর্তমানে আগের মূল্যের চেয়ে দেড়গুণ থেকে দ্বিগুণ পর্যন্ত বেড়েছে। এতে করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এর জন্য যারা দায়ি, তাদেরকে আইনের আওতায় আনার পাশাপাশি শহরে তীব্র যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্যও প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন