মেঘনায় প্রচণ্ড স্রোতে ২৬টি গরুসহ ট্রলার ডুবি

  15-08-2018 11:46PM

পিএনএস ডেস্ক: চাঁদপুরের মেঘনার মোহনায় প্রচণ্ড স্রোতে ২৬টি গরুসহ একটি ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা ছয় গরু ব্যবসায়ী ও ১১টি গরু উদ্ধার করেছে জেলেরা। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

বাকি ১৫টি গরু ও ডুবন্ত ট্রলারটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ট্রলারটি বরিশালের কালীগঞ্জ ও ডুলখোলা থেকে নরসিংদীর গোড়াদিয়া গরুর বাজারে যাচ্ছিল।

এদের মধ্যে চাঁদপুর থেকে ছয় গরু ব্যবসায়ী ও ৩টি গরু উদ্ধার করা হয়েছে। এছাড়া শরীয়তপুরের সখীপুরে মেঘনা থেকে আরও আটটি গরু জীবিত উদ্ধার করেছে জেলেরা।

চাঁদপুর হরিণা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন বলেন, ট্রলার ডুবির খবর পেয়ে জেলেদের নিয়ে ট্রলারের ছয় গরু ব্যবসায়ী ও ৩টি গরু জীবিত উদ্ধার করতে সক্ষম হই। এছাড়া শরীয়তপুরের সখীপুরের জেলেরা আরও আটটি গরু উদ্ধার করেছে বলে আমাদের কাছে সংবাদ এসেছে।

গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম ও ট্রলারের সারেং সরুজ মিয়া বলেন, বরিশালের কালীগঞ্জ ও ডুলখোলা থেকে ২৬টি গরু নিয়ে ট্রলারটি নরসিংদীর গোড়াদিয়া গরুর বাজারে যাচ্ছিল। পথে চাঁদপুরের মেঘনার মোহনায় প্রচণ্ড স্রোতে হঠাৎ ট্রলারটি উল্টে গিয়ে ডবে যায়।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন