শেরপুরে কোরবানীর ঈদের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

  18-08-2018 08:45PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। যার মাধ্যমে ইসলাম ধর্মের প্রচার-প্রসার ঘটছে।

বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম আরও জোরদার হয়েছে। মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্র চালু করা হয়। এরমাধ্যমে অসংখ্য আলেম-ওলামাদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ সরকার কওমী মাদ্রাসার শিক্ষার নানামুখি উন্নয়নে কাজ করছে-এমন দাবি করে জেলা আ.লীগ নেতা আলহাজ্ব মজিবর রহমান মজনু আরও বলেন, শেখ হাসিনার সরকার কওমী শিক্ষাকে জেনারেল শিক্ষার সমমর্যাদার স্বীকৃতি দিয়েছে। তাই ষড়যন্ত্রকারীদের ব্যাপারে আলেম-ওলামাদের সজাগ থাকতে হবে। উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাশাপাশি আগামি একাদশ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার আহবান জানান তিনি।

গতকাল শনিবার (১৮আগস্ট) বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলাস্থ হযরত শাহবন্দেগী (রহ:) কওমী হাফেজিয়া এতিমখানা মাদরাসা প্রাঙনে আসন্ন কোরবানির ঈদের তাৎপর্য শীর্ষক আলোচনাসভা ও হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অত্র প্রতিষ্ঠানের সভাপতি এড. তোজাম্মেল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ফজলুল করিম, শাহজামাল সরকার, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, ব্যবসায়ী আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। শেষে প্রধান অতিথি আলহাজ্ব মজিবর রহমান মজনু হামদ, নাত ও হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন