ডিমলায় মন্দিরে মন্দিরে আনসার ও ভিডিপি সদস্য নিয়োজিত

  11-10-2018 10:30PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আনসার/পিসি/এপিসি সদস্যদের আসন্ন দূর্গোৎসবে মন্দিরে মন্দিরে নিয়োজিত করা হয়েছে।

১১ অক্টোবর বিকেলে ৪৬৮ জন আনসার/পিসি/এপিসি সদস্যকে উপজেলার ৭৬টি মন্দিরে প্রেরণ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলায় অধিক গুরত্বপূর্ন মন্দির ৩৪টি, গুরুত্বপূর্ন ১৪টি, সাধারণ ২৮টি মন্দিরে এসব আনসার সদস্যদের পাঠানো হয়েছে। ৩৪টি অধিক গুরুত্বপূর্ন মন্দিরে ২জন মহিলা ও ৮ জন পুরুষ, ১৪টি গুরুত্বপূর্ন ২ জন মহিলা ও ৪ জন পুরুষ এবং ২৮টি সাধারণ মন্দিরে ২ জন মহিলা ও ২জন পুরুষ সদস্যকে আইন শৃখংলা রক্ষায় নিয়োজিত রাখা হয়েছে বলে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. মায়া বেগম জানান।

উক্ত আনসার ও ভিডিপি সদস্যদের প্রেরণের প্রাক্কালে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আনসার ও ভিডিপি কর্তকর্তা মোহাম্মমদ আশিকুর রহমার এর প্রেরিত প্রতিনিধি ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোমানা আক্তার।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন