ডিমলায় জমির উপর ঘর নির্মাণে বাধা

  23-01-2019 09:08PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী ডিমলা উপজেলার ও জলঢাকা উপজেলার মধ্যেবর্তী সাতজান সাইফোন এর ফাকা জায়গায় একটি পুলিশ ছাউনি রয়েছে । পুলিশ বাহিনীকে সহযোগিতা করার জন্য উক্ত উপজেলার ৩ ইউনিয়নের লোকজন স্বেচ্ছাসেবীর মাধ্যমে পুলিশ ছাউনির পাশে পতিত জমিতে ঘর নির্মানের জন্য ১৮ টি পিলার স্থাপন করেন । জলঢাকা ও ডিমলা এলাকাবাসীর পক্ষে অভিযোগকারী রশিদুল ইসলাম, ইউপি সদস্য ইয়াকুব আলী বলেন পিলার স্থাপনের আগে কোন বাধা ছিল না ।

১৪ জানুয়ারী দুপুর আনুমানিক ১২ টায় পানি উন্নয়ন বোর্ডের আনসার বাহিনীর সদস্য কতিপয় দূস্কৃতির উস্কানিতে পিলারগুলো ভেঙ্গে দেয় যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। এ ব্যাপারে ডালিয়া পওর শাখা-০১ কর্মকর্তা ফিরোজ আলম নিকট জানতে চাইলে তিনি প্রতিবেদক কে বলেন তাদের স্থাপনা কোন বৈধতা ছিল না এটি ডালিয়া পওর বিভাগের আওতাধীন উক্ত সময়ের উর্ধতন কর্তপক্ষদ্বয় ওইদিক থেকে আসার পথে তাদের অবৈধ স্থাপনা চোখে পড়লে তারা তাৎক্ষনিক প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীকে অবগত করেন এবং দ্রুত তা সড়ানো নির্দেশ প্রদান করেন মর্মে তা সড়ে দেওয়া হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল





@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন