উপকূলীয় জনপদ রামপালে দুই শতাধীক জেলেকে প্রশিক্ষণ প্রদান

  26-06-2019 04:50PM

পিএনএস, স্টাফ রিপোর্টার (বাগেরহাট) : রামপালে আইডিকার্ডভুক্ত জেলেদের মৎস্য সংরক্ষন ও ব্যবস্থাপনা বিষয়ক সপ্তাহব্যাপি প্রশিক্ষণ উপজেলা কৃষি অফিসের অডিটোরিয়ামে সম্পন্ন হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল এর সভাপতিত্বে বুধবার থেকে মঙ্গলবার পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সাসটেনেবল কোষ্টাল এ্যান্ড মেরিন ফিসারিজ প্রকল্পের আওতায় দুই শতাধীক জেলেকে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়। মাছের সংকটাপন্ন আবাস্থল সংরক্ষন করা, মৎস্য আহরণ থেকে বন্দরে আসা পর্যন্ত সঠিক পরিচর্যা, বিষ্ফোরক দ্রব্য দিয়ে মাছ না ধরা ও অটোমেটিক আইডেন্টি ফিকেশন সিস্টেমের মাধ্যমে সংযোগ স্থাপন করে জেলেদের ঝুকি হ্রাস করা এবং তাদের ছেলে মেয়েদের ভোকেশনাল বিভিন্ন কার্যক্রমের মধ্যে অর্ন্তভুক্ত করা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, কৃষি কর্মকর্তা মোতাহার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান মিয়া, মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন