সুন্দরগঞ্জে বন্যায় আমনের ক্ষতি পুষিয়ে নিতে ভাসমান বীজতলা তৈরি

  21-07-2019 04:24PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভয়াবহ বন্যায় আমন বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় বন্যার ক্ষতি পুশিয়ে নিতে উপজেলা কৃষি অফিস কৃষকদেরকে উদ্ভুদ্ধ করে ভাসমান বীজতলার উপর নির্ভরশীল করে তুলছে।

জানা গেছে, উপজেলার ১৫ টি ইউনিয়নের কৃষকেরা আমন চারা রোপণের জন্য বীজতলায় বীজ বপন করে। বীজতলার চারাগুলো সতেজ হতে না হতেই অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা দেখা দেয়। এর মধ্যে বন্যা কবলিত ৭ ইউনিয়নের সম্পুর্ণ বীজতলা এবং অন্যান্য ইউনিয়নের আংশিক বীজতলা পানির নিচে তলিয়ে যাওয়ায় বিনষ্ট হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই- মাহমুদ জানায় এবছর এ উপজেলায় ২৬ হাজার ৫শ’ ৪৮ হেক্টর জমিতে আমন চাষ করার লক্ষ্যে ৮শ’ ৩৬ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হলেও ভয়াবহ বন্যায় ১শ’ ২৫ হেক্টর আমন বীজতলা বিনষ্ট হয়ে যায়। এতে করে আগামী আমন চাষ মৌসুমে আমন চাষ মারাত্মক ভাবে ব্যাহত হওয়ার আশংকা দেখা দিলে উপজেলা কৃষি অধিদপ্তরের পরামর্শক্রমে চাষীদেরকে উদ্ভুদ্ধ করে বন্যা কবলিত এলাকার বিভিন্ন স্থানে এপর্যন্ত ২৫ টি ভাসমান বীজতলা তৈরি করে ক্ষতি পুশিয়ে নিতে চেষ্টা করে যাচ্ছেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন