ঝিনাইদহে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দুই যুবককে জখম

  20-10-2019 11:53PM



পিএনএস ডেস্ক: ঝিনাইদহ শহরের ষাটবাড়িয়া এলাকায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দুই যুবক আহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শহরের কালিকাপুর এলাকার আজগর আলীর ছেলে ইমামুল (২১) ও একই এলাকার কুদ্দুসের ছেলে মাতিন (১৭)।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, রোববার রাতে ইমামুল ও মাতিন মোটরসাইকেলে শহরের ষাটবাড়িয়া এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এ সময় ওই এলাকার অনিক ও প্রনামসহ কয়েকজন যুবক তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে স্থানীয়রা টের পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি জানান, ধারণা করা হচ্ছে তাদের মধ্যে আগের কোনো বিরোধ আছে। যে কারণে আজ কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় এখনও কোনো মামলা হয়নি। তবে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মিথিলা ইসলাম জানান, আহতদের মধ্যে ইমামুলের শারীরিক অবস্থা বেশি খারাপ। তার বুকে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য ইমামুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হাসপাতালে ভর্তি থাকা মাতিনের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন