চট্টগ্রাম নগরে নতুন করে ডেঙ্গুর আতঙ্ক

  22-10-2019 05:17PM

পিএনএস ডেস্ক : চট্টগ্রাম নগরের পাহাড়তলী ওয়ার্ডের বিশ্ব কলোনী ও ফয়েস লেক এলাকা থেকে সংগ্রহ করা স্যাম্পলে মিলেছে এডিশ মশার লার্ভা ও পিউপির অস্তিত্বও। এ কারণে চট্টগ্রাম নগরে নতুন করে ডেঙ্গুর ‘আতঙ্ক’ ছড়ার শঙ্কা দেখা দিয়েছে।

তবে এডিশ মশার অস্তিত্ব খুঁজে পাওয়ার বিষয়টি জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন। অন্যদিকে, দুই এলাকায় মশার উপদ্রব হঠাৎ করে বেড়ে যাওয়ায় বাসিন্দারা ডেঙ্গু আক্রান্তের ভয়ে সময় পার করছেন বলে জানা যায়।

সিভিল সার্জনের চিঠিতে উল্লেখ করা হয়, ‘পাহাড়তলী ওয়ার্ডের ফয়েস লেকের আব্দুল হামিদ সড়কে ৫ নম্বর রোডের কয়েকটি এলাকায় সরেজমিন পরিদর্শন করে স্বাস্থ্য বিভাগীয় কার্যালয়ের একটি দল ও কীট তত্ত্ববিদরা মশক সার্ভে করেন। এ সময় সেখানে এডিশ মশার লার্ভা ও পিউপি পাওয়া যায়। এছাড়াও ওয়ার্ডের বিশ্ব কলোনী এলাকাতেও সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এখানেও মিলেছে এডিশ মশার লার্ভা ও পিউপি। আক্রান্তদের অধিকাংশই এলাকার পার্শ্ববর্তী ইউএসটিসি ও ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ভর্তি হচ্ছে।’

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারান ফয়েস লেক এলাকার বাসিন্দা সুনীল বৈদ্যের ১৯ বছরের মেয়ে সুমি বৈদ্য। তিনি এ বছর উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হলো।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘নগরের পাহাড়তলী ওয়ার্ডের বিশ্ব কলোনী ও ফয়েস লেক এলাকায় নতুন করে অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। দুই এলাকায় এডিশ মশার লার্ভা ও পিউপির অস্তিত্বও মিলেছে। এখানে প্রতিদিন কেউ না কেউ আক্রান্ত হচ্ছে। বিষয়টি জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর, সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।’

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী বলেন, ‘ডেঙ্গুর প্রকোপ আবারও বেড়ে যাওয়ায় পাহাড়তলী ওয়ার্ডের প্রতিটি এলাকায় প্রতিদিন মশা মারার ওষুধ ছিটানো হচ্ছে। ডেঙ্গুর প্রকোপ কমানো কারও একার পক্ষে সম্ভব নয়। এজন্য সবাইকে সচেতন হতে হবে।’

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন