নলছিটিতে তিন বাড়িতে লাল পতাকা

  31-03-2020 05:01PM

পিএনএস, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলায় সর্দিজ্বর ও কাশি নিয়ে ভারত থেকে আসা এক ব্যক্তির শ্বশুর বাড়িসহ আশপাশের তিনটি বাড়িতে লাল পতাকা টানিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার রাতে সতর্কতায় এই লাল পতাকা টানানো হয়।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, সোমবার বিকেলে নলছিটি পৌরসভার অনুরাগ গ্রামের শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন ওই ব্যক্তি।

তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। তিনি ভারতে থাকতেন। তবে সম্প্রতি তিনি দেশে আসেন। সর্দিজ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে গতকাল সোমবার তিনি শ্বশুর বাড়িতে আসলে স্থানীয়রা করোনা আতংকে উপজেলা প্রশাসনকে জানায়।

রাতেই শতর্কতায় ওই ব্যক্তির শ্বশুর বাড়িসহ তিন বাড়িতে লাল নিশান টানিয়ে দেয়া হয়। তিন বাড়ির মোট ২২জন ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছি।

ওই তিন বাড়িতেই পৌরসভার পক্ষ থেকে ১০ কেজি করে চাল ২ কেজি ডাল এবং ৫ কেজি আলু পাঠিয়ে দেয়া হয়েছে। সেইসাথে সবাইকে ঘর থেকে বের না হতেও নির্দেশ দেয়া হয়েছে, বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন