করোনা উপসর্গ নিয়ে সাংবাদিকের মৃত্যু

  29-06-2020 03:42AM

পিএনএস ডেস্ক : রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনালী সংবাদের প্রধান প্রতিবেদক তবিবুর রহমান মাসুম মারা গেছেন।

রাজশাহীর করোনাভাইরাস ইউনিট- রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার রাতে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি বেশ কিছুদিন যাবৎ জ্বরে ভুগছিলেন।

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) রাজশাহী শাখার সভাপতি ছিলেন মাসুম। বিএসপিএ’র রাজশাহী শাখার সাধারণ সম্পাদক দুলাল আব্দুল্লাহ জানান, ‘গত শুক্রবার মাসুম ভাই করোনা পরীক্ষা করান। আজ শ্বাসকষ্ট শুরু হলে মাসুম ভাইকে সন্ধ্যায় রাজশাহীর ক্রিশ্চিয়ান মিশনারী হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি জানান, মৃত্যুর পর সাংবাদিক মাসুমের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। রামেকের উপপরিচালক মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা জানান।

রাজশাহীতে কাজ করলেও ক্রীড়াঙ্গনে বেশ পরিচিতি ছিল মাসুমের। দক্ষিণ এশিয়ান গেমস, এশিয়ান গেমস, অলিম্পিকের মতো বড় আসর কাভার করেছেন তিনি।

সাংবাদিক মাসুমের মৃত্যুকে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ)।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন