করোনায় স্বামীর মৃত্যুর একদিন পর মারা গেলেন স্ত্রীও

  30-06-2020 03:44AM

পিএনএস ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর একদিন পর মারা গেলেন স্ত্রী। সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকায় হৃদয় বিদারক এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে সাতক্ষীরা শহরের সুলতারপুরে করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান কাজী আব্দুল মতিনের স্ত্রী সখিনা খাতুন (৭০)। এর একদিন আগে গত রবিবার সকালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান কাজী আব্দুল মতিন।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত সরকার জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গ দেখা দিলে কয়েকদিন আগে ওই দম্পত্তির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।

এরপর গত রবিবার তাদের দুজনেরই নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। রবিবার সকালে মারা যান কাজী আব্দুল মতিন। আর সোমবার দুপুরে মারা গেলেন কাজী আব্দুল মতিনের স্ত্রী সখিনা খাতুন।

তিনি আরো জানান, তাদের দুজনকেই মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হওয়ার জন্য বলা হয়েছিল। তবে তারা সেখানে না ভর্তি হয়ে বাড়ীতে চিকিৎসাধীন ছিলেন। ইতোমধ্যে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন