সিলেটে মরিচের কেজি ৪০০ টাকা!

  04-08-2020 09:30PM

পিএনএস ডেস্ক:সিলেটে কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ৪০০ টাকা দরে। ঈদের পর থেকে আকস্মিক কাঁচা মরিচের দাম এক লাফে দ্বিগুণ হয়ে গেছে বলে জানিয়েছেন এক খুচরা বিক্রেতা।

জুনেদ নামের ওই খুচরা বিক্রেতা জানান, মঙ্গলবার (৪ আগস্ট) নগরের সোবহানীঘাট পাইকারি বাজারে কাঁচা মরিচের কেনা দাম পড়েছে ৪০০ টাকা।

ভোক্তারা জানান, ঈদের আগ থেকে সিলেটের বাজারে কাঁচা মরিচের দাম ঊর্ধ্বমুখী। ঈদুল আজহার আগেরদিন পর্যন্ত বাজারে কাঁচা মরিচ ১৬০ টাকা থেকে ২০০ টাকা দরে বিক্রি হয়। কিন্তু, ঈদের পর থেকে বেড়ে গেছে দাম। এ কারণে ভোক্তারা পড়েছেন বিপাকে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন