ডিমলায় সমন্বয় সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন

  01-10-2020 07:01PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই স্লোগান করে নীলফামারী ডিমলা উপজেলা ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নে, কবর স্থান, গুচ্ছ গ্রাম ও মসজিদ মাঠে বৃক্ষরোপন করা হয়।

৩০ সেপ্টেম্বর বিকেলে সমন্বয় সেচ্ছাসেবী সংগঠন ঢাকার আয়োজনে ফলজ, ঔষধী এবং কাঠ বৃক্ষ রোপন কালে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, হালিমুর রহমান, দেলোয়ার হোসেন, সমন্বয় প্রতিনিধি মোহাম্মদ মিশুক আহম্মেদ বর্ষ, সাংবাদিক মোহাম্মদ আলী সানু প্রমূখ।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বাংলাদেশ সরকারে নানা মুখী উন্নয়ন মূলক কর্মকান্ডের মধ্যে বৃক্ষরোপন অন্যতম। গাছ পরিবেশ বান্ধব বন্ধু, গাছ আমাদের পরিবেশের ক্ষতিকর কার্বন-ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ অপরিসীম ভূমিকা পালন করে। আমরা ১টি গাছ কাটলে, ২টি গাছ লাগাবো।

এছাড়াও তিনি, দেশ উন্নয়নে সরকারের পাশাপাশি সেচ্ছাসেবী সংগঠনের মহতি উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন