অবৈধভাবে বালু উত্তোলন, যুবলীগ নেতাসহ ৪ জনের সাজা

  28-10-2020 11:20PM

পিএনএস ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাট দ্বারাগাঁও গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবলীগ নেতাসহ ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের নেতৃত্বে বুধবার সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত দ্বারাগাঁও গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে চুনারুঘাট থানা পুলিশ ও শ্রীমঙ্গল র‌্যাব-৯ সহযোগীতা করে।

আটককৃতরা হলো চুনারুঘাট থানা যুবলীগের বন ও পরিবেশ সম্পাদক দ্বারাগাঁও গ্রামের তৈয়ব আলীর ছেলে মশ্বব আলী কাউসার, একই গ্রামের হাজী আব্দুল রফিকের ছেলে শেখ সেলিম, আব্দুল নুরের ছেলে রহম আলী ও মৃত আমীন মিয়ার ছেলে খালেখুজ্জামান।

বুধবার বিকেল ৩টায় ঘটনাস্থলেই চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট সত্যজিত রায় দশ ও চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মিলটন চন্দ্র পাল ভ্রাম্যমান আদালত বসিয়ে মশ্বব আলী কাউসার, শেখ সেলিম, রহম আলী প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও খালেখুজ্জামানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ সময় ১০ হজার মিটার পাইপ ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৫০টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন