পাবনায় হিট স্ট্রোকে আরও এক কৃষকের মৃত্যু

  22-04-2024 08:34PM

পিএনএস ডেস্ক: পাবনার চাটমোহরে মাঠে কাজ করতে গিয়ে হিট স্ট্রোকে আলাউদ্দিন আলী আলাল (৪৩) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল রবিবার (২১ এপ্রিল) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

তিনি উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেউতিগাছা এলাকার মো. ইউসুফ আলীর ছেলে।

এর আগে শনিবার দুপুরে পাবনায় হিট স্ট্রোকে শহরের শালগাড়িয়া জাকিরের মোড়ের বাসিন্দা সুকুমার দাস (৬০) নামে আরেক ব্যক্তি মারা যান। এ নিয়ে চলতি তীব্র তাপপ্রবাহে জেলায় ‘হিট স্ট্রোকে’ দুজনের মৃত্যু হলো।

আলালের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালের দিকে চাটমোহরে ভুট্টাখেতে কাজ করার সময় হিট স্ট্রোকে আক্রান্ত আলাউদ্দিন। তাকে উদ্ধার করে প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে দুপুরে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসক আয়েশা সিদ্দিকা বলেন, প্রচণ্ড গরমে প্রতিদিনই মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। অনেক রোগী হাসপাতালে আসছে। চাটমোহরের আলাউদ্দিন হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে এসেছিলেন বলে আমাদের প্রাথমিক ধারণা।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন