প্রশ্নপত্র ফাঁস ও গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ১

  01-05-2023 10:31PM



পিএনএস ডেস্ক : এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও গুজব ছড়ানোর অভিযোগে ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে হিমেল মুস্তাকিম নামে একজনকে গ্রেফতার করেছে সিআইডি সাইবার পুলিশ সেন্টার। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

সম্প্রতি হিমেল মুস্তাকিম নামের এক প্রতারক ফেসবুকে SSC BATCH 2023 নামের এক গ্রুপে তার কাছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে বলে একটি পোস্ট দেয়। পোস্টে তিনি উল্লেখ করেন এসএসসি ২০২৩ এর বাংলা প্রথম পত্রের ১০০% কমন প্রশ্ন লাগলে দ্রুত যোগাযোগ করুন। প্রশ্ন পাবার সময়কাল পরীক্ষার দিন ভোর চারটা থেকে ছয়টার মধ্যে।

পরবর্তীতে হিমেল তার 'প্রশ্ন /Question All board' নামের ফেসবুক পেইজ বেশ কিছু এসএসসি পরীক্ষার্থীকে অ্যাড করে। এরপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন দেওয়ার জন্য whatsapp গ্রুপে এড হতে প্রতি জনের কাছ থেকে ১৫৫০ টাকা করে নেয়।

পুরো বিষয়টি সিআইডির সাইবার মনিটরিং টিমের নজরে এলে প্রতারককে সনাক্ত করে আজ ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন