পিএনএস ( মো: শাহাবুদ্দিন শিকদার) : পাউবোর এস.ও, এসডিই এবং নির্বাহী প্রকৌশলী পদবীর কোন অফিসারকেই নিজ জেলায় পোস্টিং দেওয়া সমীচীন নয়। কিন্তু এটা সবাই স্বীকার করলেও অনেক ডিভিশনেই সংশ্লিষ্ট জেলার অফিসার পোস্টিং নিয়ে স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতি চালিয়ে যাচ্ছে।
দেখা গেছে, নিজ জেলায় পোস্টিং নিয়ে অনেক অফিসার আপন ভাই, বোনজামাই, শ্যালক, আত্মীয়-স্বজনকে বিভিন্ন কাজের সাথে জড়িয়ে ফেলে। আত্মীয় স্বজনের কেউ কেউ ডিভিশনের ঠিকাদারদের ব্ল্যাকমেইল করে বা দালালী করে থাকে। চলমান অনেক কাজের সাথেই এরা জড়িয়ে পড়ে। ফলে ঐ কাজগুলো যথাযথ ভাবে সম্পন্ন হয় না। শুধু তাই নয় নিজ জেলায় পোস্টিং নেওয়া অফিসারগণ অনেক সময় তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও চীফ ইঞ্জিনিয়ারদের জিম্মী করে নানাবিধ অন্যায় সুযোগ আদায় করে নেয় যা পাউবোর ইমেজ ক্ষুন্ন করে থাকে থাকে।
অভিজ্ঞমহল মনে করেন, পাউবোর এস.ও, এসডিই এবং নির্বাহী প্রকৌশলী পদবীর কোন অফিসার যাতে নিজ জেলায় কোন অযুহাতেই পোস্টিং না পায় সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া জরুরী। এ ব্যাপারে পাউবো এবং পাসম বিশেষ ব্যবস্থা গ্রহন করলে তা অনিয়ম দূরীকরণে বিশেষ ভূমিকা রাখবে। (চলবে)
পাউবোর এস.ও, এসডিই এবং নির্বাহী প্রকৌশলীদের নিজ জেলায় পোস্টিং বাতিল করা জরুরী
10-09-2024 02:55PM