পিএনএস ( মো: শাহাবুদ্দিন শিকদার) : পাউবোর অল্প কিছু সংখ্যক এস.ও এবং এসডিই সরাসরি ঠিকাদারী করে বেড়াচ্ছে। পাউবোর কাজ মাঠ পর্যায়ে দেখভালের সরাসরি দায়িত্বে এরা নিয়োজিত হলেও সংস্থার স্বার্থকে উপেক্ষা করে নিজের ব্যবসায়িক স্বার্থ দেখতেই এরা ব্যতিব্যস্ত থাকে। বিশেষ করে প্রবল ভাঙ্গন কবলিত ও দুর্গম অঞ্চলে এরা এই অপকর্মে লিপ্ত থাকে। এরা কোন কোন ডিভিশনে ৫/ ১০/১৫বছর পোস্টিং নিয়ে বসে থাকে। পাউবোর অনেক সিনিয়র অফিসারই নগদ নারায়ণের বিনিময়ে এদের ভাল-মন্দ দেখে থাকেন। ফলে, পাউবোর মাঠ পর্যায়ের মধ্য সারির অনেক অফিসারই বিভিন্ন সময়ে নাজেহাল হলেও এরাই আসলে অপকর্মে নিমজ্জিত থাকে। বলাবাহুল্য, এই ধরনের এস.ও এবং এসডিই এর সংখ্যা কোনক্রমেই ১০% এর বেশী নয়।
সূত্র মতে, পাউবোর যে সমস্ত এস.ও এবং এসডিই ঠিকাদারী বাণিজ্যের সাথে জড়িত তারা একই এলাকায় দীর্ঘদিন পোস্টিং নিয়ে অবস্থান করছে। এদের মধ্যে কেউ কেউ সংশ্লিষ্ট ডিভিশনে ৭ তলা বাড়িও করে ফেলেছে। অথচ, পাউবোর অনেক চীফ ইঞ্জিনিয়ার একটা ফ্ল্যাট কিনতে হিমশিম খায়। আবার অনেক এস.ও এবং এসডিই নিজ জেলায় পোস্টিং নিয়ে সেখানে ঘুরপাক খায়। খুব বেশী দিন হয়ে গেলে একই ডিভিশনের অন্য সাব ডিভিশনে পোস্টিং নিয়ে আবার ফিরে আসে। এভাবেই তারা তাদের অপকর্ম চালিয়ে থাকে।
সূত্রমতে, এই সমস্ত দুর্নীতিবাজ এস.ও এবং এসডিই তাদের ডিভিশনে বড় বড় কোন প্রকল্প অনুমোদিত হলে কৌশলে কাজকে ছোট ছোট প্যাকেজে রূপান্তরিত করে ফেলে। যাতে করে কাজের অনুমোদনকারী এস.ই বা চীফ ইঞ্জিনিয়ার হতে পারে। এরা প্যাকেজ মূল্য এমন ভাবে রাখতে তদ্বির চালায় যাতে কোনক্রমেই নথি ডিজি বা মন্ত্রী পর্যায়ে না যায়। যে সমস্ত ডিভিশনে বড় প্রকল্পে অধিকাংশ প্যাকেজ ছোট ছোট আকারে রয়েছে সেদিকে নজর দিলেই দুর্নীতিবাজ এই সমস্ত এস.ও এবং এসডিইদের খুজে পাওয়া যাবে।
অভিজ্ঞমহল মনে করেন, পাউবোর যে সমস্ত এস.ও এবং এসডিই একই ডিভিশনে তিন বছরের বেশী চাকুরী করেছে তাদের তালিকা করে এক যোগে বদলীর ব্যবস্থা করলে পাউবো কলুষমুক্ত হবে।
এ ব্যাপারে পাউবোর সন্মানিত ডিজি এবং মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। (চলবে)
পাউবোর অল্প কিছু সংখ্যক এস.ও এবং এসডিই ঠিকাদারী বাণিজ্যে জড়িয়ে সংস্থার ইমেজ ক্ষুন্ন করছে।। একই স্টেশনে চাকুরী করছে ৫/১০ বছর
07-09-2024 06:41PM