পিএনএস ডেস্ক : নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে মিনাল কান্তি রায় নামে এক ব্যক্তিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অপহরণকালে ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশালের বানারীপাড়ার শামীম হোসেন, সিরাজগঞ্জের আরিফুল ইসলাম, জামালপুরের নাহিদুল ইসলাম, বরিশালের উজিরপুরের মিলন, কুমিল্লার রায়হান সরকার মামুন ও ফরিদপুরের নয়ন।
এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি হাইয়েস গাড়ি, নগদ ৯০ হাজার টাকা, খেলনা পিস্তল, ডিবি ডিএমপি লেখা কটি, ওয়াকিটকি, চাইনিজ কুড়াল, হাতকড়াসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমা জানান, বুধবার রাতে সোনারগাঁ পাকুন্দিয়া চেকপোস্টে ডিউটিরত ছিল পুলিশ। এসময় একটি হাইয়েস গাড়ি থেকে চিৎকার শুনে পুলিশ এগিয়ে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং ছয়জনকে গ্রেপ্তার করে।
প্রাথমিক তথ্যে জানা যায়, এশিয়ান হাইওয়ে রোডের একটি কারখানার সামনে থেকে বিআরটিসি বাসের যাত্রী মিনাল কান্তিকে নিজেদের হাইয়েস গাড়িতে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার কাছ থেকে ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় চেকপোস্টে পুলিশ দেখে ভুক্তভোগী চিৎকার করলে ভুয়া ডিবি পুলিশের আড়ালে ডাকাতের দল ধরা পড়ে।
এ ব্যাপারে সোনারগাঁ থানায় মামলা হয়েছে।
পিএনএস/ সুসো
সোনারগাঁয়ে ডিবি পরিচয় দেওয়া ৬ ডাকাত গ্রেপ্তার
25-08-2023 09:18PM