পিএনএস ডেস্ক: চার দফা স্থগিতের পর আগামী ১১ আগস্ট থেকেও এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। কবে নাগাদ স্থগিত পরীক্ষাগুলো নেয়া হবে, সেই সিদ্ধান্তও এখনো হয়নি।
মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১১ তারিখ থেকে নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা হচ্ছে না। অনেক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামত করা প্রয়োজন। সার্বিক নিরাপত্তা পরিস্থিতিও বিবেচনা করা হচ্ছে।
স্থগিত পরীক্ষাগুলোর জন্য আবারো নতুন সময়সূচি করা হবে কি না জানতে চাইলে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ব্যস্ততার কারণে আমরা বসতে পারিনি। এটা নিয়ে আগামীকাল নোটিশ দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হবে।
পিএনএস/আনোয়ার
১১ আগস্ট থেকেও এইচএসসি পরীক্ষা হচ্ছে না
06-08-2024 02:52PM